প্রতিরক্ষা মহড়ায় যোগ দিতে কাতারে পৌঁছুল রাশিয়ান যুদ্ধজাহাজ

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অংশ একটি ফ্রিগেট।

প্রতিরক্ষা মহড়ায় যোগ দিতে কাতারে পৌঁছুল রাশিয়ান যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

ডিমডেক্স-২০২৪ প্রতিরক্ষা মহড়ায় যোগ দিতে কাতারের হামাদ বন্দরে পৌঁছেছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অংশ একটি ফ্রিগেট। সোমবার (৪ মার্চ) জাহাজটির মহড়ায় অংশ নেয়ার খবরটি প্রকাশ করে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ইন্টারফ্যাক্স জানায়, বন্দরে জাহাজটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে কাতারে অবস্থিত রাশিয়ান দূতাবাসের প্রতিনিধিরা এবং কাতারের নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৭

মার্শাল শাপোশনিকভ নামের যুদ্ধজাহাজটি গত জানুয়ারিতে দক্ষিণ চীন সাগরে সাবমেরিন বিধ্বংসী মহড়ায় অংশ নিয়েছিল। ২২ জানুয়ারি থেকেই এটি দূরপাল্লার জাহাজ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

দোহা আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা মহড়া ও সম্মেলন ৪ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হবে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক