অবৈধ দখলদারদের উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন রেলমন্ত্রী

জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

অবৈধ দখলদারদের উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং রেল ক্রসিংগুলো সঠিকভাবে পরিচালনায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

সোমবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে রেলমন্ত্রী এ নির্দেশনা দেন।

রেলমন্ত্রী বলেন, রেলের যাত্রীসেবার মান বৃদ্ধি করা হবে। ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে এবং এজন্য বগি সংস্কার কাজ চলছে।

আরও পড়ুন: উন্নয়নের সঠিক চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতে হবে: অর্থমন্ত্রী

সম্মেলনে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, সামনে ঈদে ঘরমুখো মানুষ যেন যানজটমুক্তভাবে বাড়ি যেতে পারে এজন্য ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে। সারাদেশে শতাধিক যানজট প্রবণ স্পট আছে। সেগুলোতে যেন যানজট না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে ডিসিদের।

সচিব বলেন, কেন দুর্ঘটনা বাড়ছে এটা সরেজমিনে প্রত্যক্ষ করতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

সারাদেশে ৮৯ ভাগ রাস্তা ভালো আছে। যেখানে সংস্কার করা প্রয়োজন সেখানে সংস্কার করা হবে।  

সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, বরগুনা থেকে বেতাগী সেতু, কক্সবাজারের মহেশখালী, জামালপুরের বালাশি ঘাট এবং পাটুরিয়া থেকে গোয়ালন্দ পর্যন্ত সেতু নির্মাণের কথা বলেছেন ডিসিরা।

news24bd.tv/ab