বালুমহাল-জলমহাল রক্ষায় ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশনা

বাঁধ রক্ষায় ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

বালুমহাল-জলমহাল রক্ষায় ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের বালুমহাল ও জলমহাল রক্ষায় সতর্ক থেকে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পাশাপাশি, বাঁধ রক্ষায় ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

সোমবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এ নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুন: উন্নয়নের সঠিক চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতে হবে: অর্থমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এখন থেকে প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের সাথে ডিসিদেরও কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

এটা হলে কাজের গতি বাড়বে।  এতদিন ডিসিরা প্রকল্পের সাথে জড়িত ছিলেন না।

news24bd.tv/ab