অঙ্গপ্রত্যঙ্গ দানের আইন সংশোধনে বিএসএমএমইউ’র উপাচার্যের আহ্বান

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ

অঙ্গপ্রত্যঙ্গ দানের আইন সংশোধনে বিএসএমএমইউ’র উপাচার্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে অঙ্গপ্রত্যঙ্গ দানের আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। সোমবার (৪ মার্চ) বিএসএমএমইউতে ‘সারাহ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট সেল’ এর আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি৷

আরও পড়ুন: বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য হচ্ছেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়টিতে শতাধিক মানুষ দেহদান করেছেন। মানবকল্যানে দেহদানে উদ্বুদ্ধ করতে হবে সবাইকে৷

অনুষ্ঠানে সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস বলেন, কিছু মহল ধর্মের দোহাই দিয়ে অঙ্গদানকে নিরুৎসাহিত করছে, যা থেকে সচেতন হতে হবে।

এ সময় দেশের প্রথম ক্যাডাভেরিক অঙ্গদাতা সারাহ ইসলামের মা এবং তার কর্নিয়া এবং কিডনিতে সুস্থ হওয়া ব্যক্তিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, প্রফেসর হাবিবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab