টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

কয়েন টসে বাংলাদেশ-শ্রীলঙ্কার অধিনায়ক। ছবি: বিসিবি

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

অনলাইন ডেস্ক

সিরিজের প্রথম টি২০ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচ দিয়েই টি২০ অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। এছাড়া দীর্ঘ প্রায় ১৮ মাস পর টি২০ একাদশে ঢুকেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ সোমবার (৪ মার্চ) পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম টস করতে নেমেই জিতেছেন শান্ত।

উইকেট দেখে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন।  

শ্রীলঙ্কার বিপক্ষে তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। দলে থাকলেও একাদশে জায়গা হয়নি স্পিনার তাইজুল ইসলামের। এছাড়া একাদশে ফেরার সম্ভাবনা থাকলেও নাঈম শেখের জায়গা হয়নি।

লিটন দাসের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন সৌম্য সরকার।  

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মহিশ থিকশানা, অকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাতিশা পাথিরারা।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক