সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা

সঙ্গীত পরিচালক শেখ সাদী খান

সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

"আমার এ দুটি চোখ পাথরতো নয়' সহ অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের ৭৫তম শুভ জন্মদিন  উপলক্ষে ড. সাজ্জাদ হায়দার লিটন তার ফেসবুক আইডি থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।  

পোস্টে তিনি আরও লিখেছেন, আপনি ভালো থাকবেন। অসীম ভালবাসা রইল।

আমার এ দুটি চোখ পাথরতো নয় গানে কণ্ঠ দিয়েছিলেন সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর।

গানটি দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়।  

"বাংলাদেশের গানের ভুবনে 'আমার এ দুটি চোখ পাথর তো নয়' সহ অজস্র কালজয়ী গানের সুরস্রষ্টা শেখ সাদী খান।  তিনি ১৯৫০ সালের ৩ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনামধন্য বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার।

তাকে বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয়।

তিনি ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে এবং ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলা ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়েছে।

news24bd.tv/কেআই