পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে মোদিসহ অভিনন্দন জানালেন যারা

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি: জি নিউজ)

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে মোদিসহ অভিনন্দন জানালেন যারা

অনলাইন ডেস্ক

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান শেহবাজ শরীফ। শেহবাজকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি ছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-সহ অন্য অনেক বিশ্বনেতাও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ মঙ্গলবার (৫ মার্চ) পৃথক দুটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় শেহবাজকে অভিনন্দন। ’

এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বলে রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে উন্মুখ।

উল্লেখ্য, রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন শেহবাজ শরিফ। এতে শেহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর তার বিরোধী প্রার্থী ওমর আইয়ুব খান পান ৯২ ভোট।

news24bd.tv/SC