খিলগাঁওয়ের স্কাই ভিউ টাওয়ার সিলগালা

অগ্নি ঝুঁকির কারণে খিলগাঁওয়ের স্কাই ভিউ টাওয়ার সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

খিলগাঁওয়ের স্কাই ভিউ টাওয়ার সিলগালা

নিজস্ব প্রতিবেদক

অগ্নি ঝুঁকির কারণে খিলগাঁওয়ের স্কাই ভিউ টাওয়ার সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানের খবর পেয়ে সাত তলা ভবনটির মালিকরা রেস্টুরেন্ট বন্ধ করে পালিয়ে যান। মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালায় সিটি কর্পোরেশন। এ সময় সাথে ছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন,  সাত তলা ভবনটির প্রতি ফ্লোরে রেস্টুরেন্ট রয়েছে। কাচ্চি ভাইয়ে গেলে রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। ভবনটির মালিকরা বিভিন্ন রেস্টুরেন্ট উন্নয়ন কাজ চলছে ব্যানার দিয়ে বন্ধ রেখেছে। সব কিছু বন্ধ থাকায় অভিযান আজকের মতো শেষ।

আরও পড়ুন: গুজব রটনাকারীদের তালিকা তৈরি করতে ডিসিদের প্রতি নির্দেশনা

ম্যাজিস্ট্রেট আরও জানান, ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডে মর্মান্তিক দুর্ঘটনার পর সরকারি সংস্থাগুলোর ত্রুটিগুলো সমাধানে কাজ করবে দক্ষিণ সিটি করপোরেশন। মোবাইল কোর্ট দিনের বেলায় করার নিয়ম, সন্ধ্যার পর রেস্টুরেন্ট খোলা রাখলে  কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্কাই ভিউ টাওয়ারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক নয়। এজন্য ভবনটি সিলগালা করা হয়েছে। মালিককে সাথে নিয়ে অভিযান করা গেলে ফলপ্রসু হবে।

এ সময় স্থানীয় এলাকাবাসী এক নারী সাংবাদিকের কাছে এত বছর অভিযান পরিচালনা না করায় প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন। এতে করে তোপের মুখে সরে যান সিটি করপোরেশনের কর্মকর্তারা।

news24bd.tv/ab