'অগ্নিকাণ্ডের মামলার দ্রুত নিষ্পত্তি হবে'

আইনমন্ত্রী আনিসুল হক (মাঝে)

'অগ্নিকাণ্ডের মামলার দ্রুত নিষ্পত্তি হবে'

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি আগুন লাগার ঘটনাগুলো নিয়ে মন্ত্রী বলেন, তদন্ত শেষে যদি আদালতে মামলা শুরু হয়, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমাদের প্রসিকিউশনকে যে নির্দেশ দেওয়া প্রয়োজন, সেটা দেওয়া হবে।  

তিনি বলেন, মামলা জট নিরসনে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

মোবাইল কোর্ট অ্যাক্টের বিরুদ্ধে একটা মামলা আছে, সেটা নিষ্পত্তি করার জন্য আমরা তড়িৎ পদক্ষেপ নেব বলেও জানান তিনি।

আরও পড়ুন: খিলগাঁওয়ের স্কাই ভিউ টাওয়ার সিলগালা

পণ্য মজুত করে কেউ বাজার অস্থিতিশীল করলে আইনি ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, এ জন্য ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল, বিশেষ এই কারণটাকে অ্যাড্রেস করার জন্য। এ রকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/TR