২৮ ঘণ্টায়ও নেভেনি চিনিকলের আগুন

২৮ ঘণ্টায়ও নেভেনি চিনিকলের আগুন

অনলাইন ডেস্ক

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় ২৮ ঘণ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম সুগার মিলের আগুন। ভেতরে আগুন জ্বলছে পুরোদমে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এস আলম সুগার রিফাইনারি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধনাগারের ১ নম্বর গুদামে আগুন লাগে। গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে যোগ দেয় নৌ, বিমান ও সেনাবাহিনীর দল।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিভানোর কাজ করছে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।

আগুনের ব্যাপারে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত জানান, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের আগুন নির্বাপণকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর ১০০ সদস্য, নৌবাহিনীর ১২ সদস্যের দুটি টিম, বিমানবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সহযোগিতা করছেন।

news24bd.tv/তৌহিদ