যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৫ কানাডীয় নিহত

দুর্ঘটনাকবলিত বিমানটি (ছবি: সিটি নিউজ টরেন্টো)

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৫ কানাডীয় নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) এই দুর্ঘটনাটি সংঘটিত হয় বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।

তারা নিশ্চিত করে জানিয়েছে, বিমান বিধ্বস্তে নিহত হওয়া সকলেই কানাডার নাগরিক। নিহত ৫ জনের মধ্যে ৩ জনই ছিলো শিশু।

 

জানা গেছে, ন্যাশভিল শহরের একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আছড়ে পড়ে। পরে সেটিতে আগুন ধরে যায়। আশেপাশে কোনো যানবাহন না থাকায় নিহতের সংখ্যা আর বাড়তে পারেনি।   

এর আগে দুর্ঘটনাকবলিত বিমানটি ন্যাশভিল বিমানবন্দরে কল করে ইঞ্জিনের সমস্যার কথা জানায়।

ওই সময় বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেয়া হয়।

কিন্তু বিমানটির পাইলট ট্রাফিক কন্ট্রোলকে জানায় যে তার পক্ষে জরুরি অবতরণ করা সম্ভব নয়। যদিও দুর্ঘটনাটির কারণ অনুসন্ধানে এখনো চেষ্টা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে।

news24bd.tv/SC