সরকার পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে: মঈন খান

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

সরকার পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে: মঈন খান

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর এ কারণেই দেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সহ-অবস্থান প্রয়োজন বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী।  

বুধবার (৬ মার্চ) সকালে কারাগারে থাকা বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বনানীর বাসভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

 

ড. আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় থাকতে সরকার প্রতিহিংসা দিয়ে দেশে রাজনীতির যে অপসংস্কৃতি তৈরি করেছে, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তিনি জানান, বিএনপির নেতাকর্মীদের কারাগারে নিয়ে আন্দোলন দমানো যাবে না।

এসময় তিনি বলেন, নির্বাচনে যাওয়ার প্রলোভনে সাড়া না দেয়ার কারণেই সরকারের আক্রোশের শিকার হয়েছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ।  

news24bd.tv/aa