গোপালগঞ্জে নকল মেহেদী কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে নকল মেহেদী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মেহেদী বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। ছবি: নিউজ২৪

গোপালগঞ্জে নকল মেহেদী কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ  প্রতিনিধি

ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে মুকসুদপুরের সর্দি গ্রামে নকল মেহেদী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মেহেদী বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মার্চ) দুপুরে ওই নকল মেহেদী কারখানায় অভিযান চালিয়ে ওই কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল মেহেদী তৈরীর মালামাল ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আগামী ঈদকে সামনে রেখে মুকসদপুর উপজেলার দিগনগর সর্দি গ্রামে অবস্থিত মেসার্স নুর কসমেটিকস এর মালিক মোঃ নিরু মিয়া কারখানায় বিভিন্ন নামী দামী কোম্পানীর মোড়কে নকল মেহেদী তৈরী করে মজুদ করছিল কারখানা মালিক।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার সন্ধান পাওয়া যায় এবং কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।


news24bd.tv/DHL