ইউক্রেনের আরও একটি আব্রামস ট্যাংক ধ্বংস করলো রাশিয়া

রাশিয়ার ডনবাস অঞ্চলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া একটি আব্রামস ট্যাংক ধ্বংস করেছে রাশিয়া।

ইউক্রেনের আরও একটি আব্রামস ট্যাংক ধ্বংস করলো রাশিয়া

অনলাইন ডেস্ক

রাশিয়ার ডনবাস অঞ্চলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া একটি আব্রামস ট্যাংক ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে রাশিয়া কর্তৃক ধ্বংসকৃত তৃতীয় সাঁজোয়া যান এটি। খবর আরটি’র।

বুধবার (৬ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আভদিভকা শহরের নিকটে এক লড়াইয়ের সময় ট্যাংকটি ধ্বংস করা হয়।

একটি টি-৭২ বি-৩ বিমান থেকে একটিমাত্র হামলায় ট্যাংকটি বিধ্বস্ত করা হয়। এর পাশাপাশি ইউক্রেন ৪৬০ জন সৈন্য, আরেকটি ট্যাংক, পদাতিক বাহিনীর চারটি সাঁজোয়া যান, অন্যান্য বাহিনীর সাতটি যান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে।

আরআইএ নভোস্তি রাশিয়া ও ইউক্রেনের ট্যাংকের মধ্যকার লড়াইয়ের ফুটেজ প্রকাশ করেছে।  

ফেব্রুয়ারির শেষদিকে ডনবাস অঞ্চলে প্রথমবারের মতো আব্রামস ট্যাংক দেখা যায়।

গত অক্টোবরে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক দেয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: পুতিনবিরোধী প্রতিবাদে সামিল হতে দেশবাসীর প্রতি নাভালনির স্ত্রীর আহ্বান

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ডনবাস অঞ্চলে আব্রামস ট্যাংক মোতায়েনের কিছুদিনের মধ্যেই দুটি ট্যাংক ধ্বংস করা হয়। প্রথম ট্যাংকটিকে একটি কামিকাজ ড্রোন থেকে ট্যাংক বিধ্বংসী গ্রেনেড লঞ্চারের মাধ্যমে ধ্বংস করা হয়, এবং দ্বিতীয় ট্যাংকটিকে প্রথমে গ্রেনেড লঞ্চার এবং পরে একটি পদাতিক বাহিনী কর্তৃক ধ্বংস করা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, রাশিয়ার ভূখন্ডে ট্যাংক মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। এই অবস্থা বেশিদিন চলবে না, কারণ অতি দ্রুতই ট্যাংকগুলো ধ্বংস করা হবে।

ট্যাংকের পাশাপাশি যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে এফ-১৬ ফাইটার জেট পাঠায় তবে সেগুলোও ধ্বংস করা হবে বলে জানিয়েছেন পেশকভ।

news24bd.tv/ab