সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুইদিনব্যাপী নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুইদিনব্যাপী নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবারের নির্বাচনে খোকন-কাজলের নেতৃত্বে একাট্টা বিএনপি সমর্থিত নীল প্যানেল। তবে, আওয়ামী লীগ সমর্থিত সাগর-মঞ্জুরুলের সাদা প্যানেলের বাইরেও আরেকটি প্যানেল থেকে সম্পাদক পদে শক্ত অবস্থান জানান দিচ্ছেন নাহিদ সুলতানা যুথী।

বুধবার (৬ মার্চ) সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচন।

ভোট দিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লাইনে দাঁড়িয়ে আইনজীবীদের মধ্যে বিরাজ করেছে উৎসবের আমেজ।

এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে লড়ছেন ৩৩ জন আইনজীবী। ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩ জন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে দাবি প্যানেলটির সম্পাদক পদপ্রার্থীর।

আরও পড়ুন: শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন

তবে, সাদা প্যানেলের বাইরেও আওয়ামী সমর্থিত আরেকটি প্যানেল থেকে প্রবীণ আইনজীবী এম কে রহমানকে সাথে নিয়ে সম্পাদক পদে লড়ছেন নাহিদ সুলতানা যুথী। আইনজীবীদের অধিকার রক্ষা ও পরিবর্তনের সুর তুলেছেন তিনি।

অন্যদিকে, বিএনপি সমর্থিত নীল প্যানেলও সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান সম্পাদক পদপ্রার্থী রুহুল কুদ্দুস কাজল।

২০২৩ সালের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন একতরফা হওয়ার দাবি তুলে বর্জন করেন বিএনপির আইনজীবীরা। একইভাবে ২০২২ সালেও সম্পাদকের পদের ভোট গণণা নিয়েও জটিলতা দেখা দিয়েছিল।

news24bd.tv/ab