শেখ রাসেলকে নিয়ে ‘আমি মায়ের কাছে যাবো’  

শেখ রাসেলকে নিয়ে ‘আমি মায়ের কাছে যাবো’  

অনলাইন ডেস্ক

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত হন। জাতির জনক বঙ্গবন্ধুর সাথে কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলও নিহত হন। এবার শেখ রাসেলের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘আমি মায়ের কাছে যাবো’ টেলিছবি।

বুধবার রাজধানীর একটি ক্লাবে টেলিছবিটির পরিচালকের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উন্মোচন করা হয়।

সেখানে ঘোষণা করা হয় অভিনয়শিল্পীদের নাম।

৯০ মিনিটের এই টেলিছবিতে শেখ রাসেল চরিত্রে অভিনয় করবে আরিয়ান দিহান। বঙ্গবন্ধু শেখ মুজিব চরিত্রে থাকছেন শাকিল আহমেদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা চলছে সাদিয়া আয়মানের এবং শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনার।

‘আমি মায়ের কাছে যাবো’ টেলিছবির পরিচালক হাসান রেজাউল বলেন, ‘কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? কেমন ছিল তার বেঁচে থাকার দিনগুলো? তার জীবনপ্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পুনর্নির্মাণের চেষ্টা থাকবে এই টেলিছবিতে। স্বাভাবিকভাবেই গল্পের ধারাবাহিকতায় উঠে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যের কথা। আগামী ১ মে থেকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের। ’

আরও পড়ুন: আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে নেচে কত কোটি পেলেন শাহরুখ? 

নিজের চরিত্রটি নিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এর আগে গৌতম কৈরীর “বঙ্গমাতা” স্বল্পদৈর্ঘ্যে বঙ্গমাতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে আমার। চেষ্টা করব সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চরিত্রটিকে সুচারুভাবে উপস্থাপন করার। ’

news24bd.tv/TR