একজন বিজেপি নেতা এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করছেন : রাহুল গান্ধী

রাহুল গান্ধী--দ্য ওয়াল ফাইল ছবি।

একজন বিজেপি নেতা এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করছেন : রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক

গত বুধবার( ৬ মার্চ)  বিজেপিশাসিত মধ্য প্রদেশে দলীয় এক সমাবেশে রাহুল গান্ধী আদিবাসীদের উদ্দেশ্যে  বলেন, আপনাদের জমি আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা আপনাদেরকে 'আদিবাসী’   মনে করি। আদিবাসীদের উপর বিজেপি নেতাদের দুর্ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করতে তিনি বলেন, কিছুক্ষণ আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে একজন বিজেপি নেতা এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করছেন! এটাই হল বিজেপির মতাদর্শ। এ ধরণের ঘটনা শুধু আদিবাসীদের সঙ্গেই নয়, এসসি-এসটি এবং দরিদ্রদের সঙ্গেও ঘটছে।
রাহুল গান্ধী বলেন, বিজেপি আদিবাসীদের ‘বনবাসী’ বলে।

কিন্তু আদিবাসীরাই বনভূমির প্রথম মালিক। বিজেপি এটা জানে, কিন্তু তারা এটা চায় না। খবর, পার্স টুডে।
তিনি বলেন, মধ্য প্রদেশে আদিবাসীদের জনসংখ্যা ২৪ শতাংশ, যেখানে দেশে এই সংখ্যা ৮ শতাংশ।
কিন্তু দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর তালিকা বের করলে আদিবাসী সম্প্রদায়ের কাউকে কোনো কোম্পানির মালিক হিসেবে পাওয়া যাবে না। কিন্তু আদিবাসীরাই ভারতের প্রকৃত মালিক। এটা বুঝেই কংগ্রেস ট্রাইবাল বিল, পেসা অ্যাক্ট এবং জমি অধিগ্রহণ বিল পাশ করেছিল বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। সূত্র, দ্য ওয়াল।

news24bd.tv/ডিডি