ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেল ২০ নারী

ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেল ২০ নারী

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা গ্রুপের সহায়তা পেলো ২০ জন অসচ্ছল নারী। বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে সেলাইমেশিনগুলো বিতরণ করা হয়।

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার এই উদ্যোগ নেয়া হয়।

সেলাইমেশিন বিতরণকালে ঠাকুরগাঁও-১ নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, জেলা শুভসংঘের সভাপতি তাপস দেবনাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটনসহ জেলা শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সারাদেশে খুঁজে খুঁজে দরিদ্র অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য শুভসংঘের সদস্যরা কাজ করে যাচ্ছেন। পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং পারিবারিক সচ্ছলতা আনতে পারে এ জন্য আজকের এই সেলাই মেশিন বিতরণ।

news24bd.tv/FA