পর্যটন ভিসায় আমিরাতে গিয়ে অনেকে করছেন ভিক্ষা

প্রতীকী ছবি

পর্যটন ভিসায় আমিরাতে গিয়ে অনেকে করছেন ভিক্ষা

অনলাইন ডেস্ক

পর্যটন ভিসায় সংযুক্ত আরব আমিরাত গিয়ে ভিক্ষা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে অনেকে ভিক্ষার উদ্দেশে আমিরাতে আসছেন।

পুলিশ জানিয়েছে, এসব ‘ভুয়া’ ভিক্ষুকরা সাধারণ মানুষের কাছ থেকে যেন সহানুভূতি আদায় করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া শুরু করেছে তারা।

দুবাই পুলিশ দুটি আলাদা ঘটনায় ইতোমধ্যে দুই নারীকে আটক করে।

তাদের কাছে যথাক্রমে ৬০ হাজার ও ৩০ হাজার দিরহাম পাওয়া যায়। পুলিশ জানায়, তারা পর্যটন ভিসায় সেখানে গিয়েছিল। ওই নারীদের মধ্যে একজন সহানুভূতি পাওয়ার জন্য তার শিশু সন্তানকে ব্যবহার করছিলেন। এভাবে তারা হাজার হাজার দিরহাম ভিক্ষা করেছেন।

দুবাই পুলিশ জানায়, যেসব ভিক্ষুককে তারা গ্রেপ্তার করেছে তার মধ্যে ৯৯ শতাংশই ভিক্ষাকে নিজেদের পেশা হিসেবে দেখেন।

গত চার বছরে ১ হাজার ৭০১ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। যার মধ্যে ২০২৩ সালেই এই সংখ্যা ছিল পাঁচশরও অধিক। যার অর্থ, পর্যটন ভিসায় দুবাই গিয়ে ভিক্ষা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

আরব আমিরাতে ভিক্ষা করা একটি অপরাধ। যদি কেউ ভিক্ষার সময় ধরা পড়েন তাহলে তাকে ৫ হাজার দিরহাম ও তিন মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

news24bd.tv/DHL