বঙ্গবন্ধু স্যাটেলাইটে যান্ত্রিক ত্রুটি, বন্ধ ছিল সব টেলিভিশন চ্যানেল

ঙ্গবন্ধু স্যাটেলাইট-১

বঙ্গবন্ধু স্যাটেলাইটে যান্ত্রিক ত্রুটি, বন্ধ ছিল সব টেলিভিশন চ্যানেল

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য দিনের মতোই স্বাভাবিক সম্প্রচার কার্যক্রম চলছিলো দেশের সব টেলিভিশন চ্যানেলে। তবে দুপুর সোয়া বারোটার কিছু পরে হঠাৎ সব বন্ধ হয়ে যায়। এই অবস্থা চলে প্রায় পৌনে বারোটা পর্যন্ত।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর টেলিপোর্টে যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে দেশের সব টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটে।

জানা যায়, দুপুর ১২টা ১৪ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত দেশের সব টেলিভিশন চ্যানেলে এ ঘটনা ঘটে।  

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিল ঘটনাটিকে পুরোপুরি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তবে সম্প্রচার প্রকৌশলরা বলছেন, সরকার সব চ্যানেলের নিজস্ব আর্থ স্টেশনের অনুমতি না দিলে এ ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সঙ্গে টেলিভিশনগুলোর ফাইবার সংযোগ স্থাপনকারী প্রতিষ্ঠান জাদু মিডিয়া।

প্রতিষ্ঠানটি যে ভবনে অবস্থিত সেখানকার সকল ধরনের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি অকেজো হয়ে যাওয়ায় কমবেশি ২৬ মিনিট পুরো দেশে সব টিভি সম্প্রচার বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে "বিধিবাম" হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

তবে সম্প্রচার প্রকৌশলীরা মনে করছেন, ফাইবার সংয়োগ দিয়ে একটি প্রতিষ্ঠানকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এভাবে স্যাটেলাইটে যুক্ত হলে, একই ঘটনার পুনরাবৃত্তি উড়িয়ে দেয়া যাবে না।

বিএসসিএল জানিয়েছে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের ১২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

news24bd.tv/DHL