ল্যাবএইডে রুফটপ রেস্টুরেন্ট রাখায় ২ লাখ জরিমানা

সংগৃহীত ছবি

ল্যাবএইডে রুফটপ রেস্টুরেন্ট রাখায় ২ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অনুমোদন ছাড়া ল্যাবএইডের রুফটপে রেস্টুরেন্ট পরিচালনা করা এবং কিচেনে সিলিন্ডার লিকেজ থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন। এদিন বিকেল সোয়া ৪টার দিকে ল্যাবএইড হাসপাতালে অভিযান শুরু করে ডিএনসিসির একটি আভিযানিক দল।

এ সময় হাসপাতালের ছাদ যেভাবে ব্যবহার হচ্ছে তার অনুমোদন আছে কি না, তা খতিয়ে দেখেন তারা।

নিয়মবহির্ভূতভাবে রেস্টুরেন্ট রাখায় এসময় তাদের ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

news24bd.tv/FA