সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ শেষ, গণনা রাতে

সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ শেষ, গণনা রাতে

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে ভোটে অনিয়মের অভিযোগ এনেছেন সম্পাদক পদপ্রার্থী। অন্যদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাদা ও নীল প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৫টায় শেষ হয় দ্বিতীয় দিনের ভোটগ্রহণ।

এতে মোট ভোট পড়েছে ৫ হাজার ৩১৯টি। রাতেই ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।  দ্বিতীয় দিনে ভোট পড়েছে ২ হাজার ৫৮টি।

দুইদিনে সর্বমোট ৭ হাজার ৯শ ৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৩শ ১৯ জন।

রাত ৯টা থেকে শুরু হবে গণনা‌। আর ফলাফল প্রকাশ হতে পারে রাতেই।  এবার ১৪ টি পদে নির্বাচন করছেন ১৯ জন প্রার্থী। ভোটের নিরাপত্তায় ভোটকেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়ান করা হয়। এছাড়া রেয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি।

এদিকে, শান্তিপূর্ণ ভোট হলেও ভোটার তালিকায় বেআইনিভাবে ২০০ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ এনেছেন সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা যুথী।  

news24bd.tv/FA