সিরাজগঞ্জে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে শিশু ধর্ষণের দায়ে সোহরাব আলী (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত সোহরাব আলী উপজেলার কিনারবেড় গ্রামের মৃত আবুল শেখের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পিপি আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের ৬ নভেম্বর দণ্ডপ্রাপ্ত সোহরাব আলী ১৫ বছর বয়সী শিশুকে একাধিকবার ধর্ষণ করেন। ফলে ওই শিশু ২৬ সপ্তাহের গর্ভবতী হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরে সোহরাব আলী স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আসামি সোহরাব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

news24bd.tv/তৌহিদ