মুন্সীগঞ্জে প্লাস্টিক মিলে আগুন, দগ্ধ ৪

মুন্সীগঞ্জে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন

মুন্সীগঞ্জে প্লাস্টিক মিলে আগুন, দগ্ধ ৪

সেতু ইসলাম, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।   বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। এসময় ফ্যাক্টরিতে থাকা চারজন অগ্নিদগ্ধ হন।

আহতরা হলেন- ইকবাল(৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬)।

অপরজনের নাম জানা যায়নি। তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস লিডার মো. মরিরুজ্জামান বলেন,আগুনের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯ টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন সেটের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটায় চারজন আহত হন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আসেপাশে কোনো আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

news24bd.tv/তৌহিদ