উষ্ণতায় বিশ্ব রেকর্ড করলো ফেব্রুয়ারি

সংগৃহীত ছবি

উষ্ণতায় বিশ্ব রেকর্ড করলো ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

রেকর্ড উষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষি হলো বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট সার্ভিস গতমাসকে আধুনিক বিশ্বের উষ্ণতম ফেব্রুয়ারি বলে বর্ণনা করেছে। এ নিয়ে টানা নবম মাস উষ্ণতার নতুন রেকর্ড গড়লো।

দ্য ইউরোপীয়ান ইউনিয়ন’স কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (C3S) এক বুলেটিনের তথ্যের বরাত দিয়ে বিজ্ঞান সাময়িকী নিউসায়েন্টিস্ট এ খবর জানায়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস বিশ্ব রেকর্ড সারির নবমতম স্থান দখল করেছে।

বুলেটিনে কার্লো বুউনটেমপোর উদ্ধৃতি উল্লেখ করে জানানো হয়, এটা শুধু আশ্চর্য হওয়ারই বিষয় নয় যে, বৈশ্বিক উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি ঘটছে; ফেব্রুয়ারি মাসের উষ্ণতা ছিল তার চেয়েও বেশিকিছু। স্মরণকালের বিশ্ব রেকর্ড এটি।

কার্লো বুউনটেমপো, বিশ্বের বিজ্ঞানবিষয়ক যোগাযোগ সমন্বয়কারী হিসেবে কাজ করেন।

তিনি বলেন, ইউরোপ ১৯৯১ সাল থেকে ২০২০ সালের মধ্যে যে তাপমাত্রার মুখোমুখি হয়েছিল, সে তুলনায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের উষ্ণতা বেড়ে গড় তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১২ মাসের গড় হিসেবে এখন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এই প্রথম এক বছরের হিসেবে বৈশ্বিক তাপমাত্রার গড় বৃদ্ধি ১ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেল।

news24bd.tv/DHL