মেসির নাম নিতেই ইহুদি বৃদ্ধাকে ছেড়ে দিলো হামাস সদস্য

(ছবি: মার্কা)

মেসির নাম নিতেই ইহুদি বৃদ্ধাকে ছেড়ে দিলো হামাস সদস্য

অনলাইন ডেস্ক

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসিকে মাঠে অনেকেই ‘মেসিয়াহ’ বলে সম্মোধন করেন। বাংলায় যার অর্থ করলে দাঁড়ায় ত্রাতা। মাঠের খেলায় দলকে অসংখ্যবার বিপদ থেক উদ্ধার করেছেন মেসি। মাঠের পাশাপাশি এবার বাস্তব জীবনেও ত্রাতা হয়ে উঠলেন মেসি।

৯০ বছর বয়সী আর্জেন্টিনার বংশোদ্ভুত ইহুদি বৃদ্ধা ইস্টার কুনিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দুই সদস্যের কাছে জিম্মি হন। হামাস সদস্যরা ইস্টারকে সপরিবারে গাজায় অপহরণ করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে।  

ঘটনাটি ঘটে গত বছরের ৭ অক্টোবর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেখা যাচ্ছে একটি ভিডিও।

সম্প্রতি সেই ভিডিওতে ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে ইস্টার জানান, আমি আর্জেন্টাইন ও স্প্যানিশ বলতে পারি। কিন্তু হামাসের ওই সদস্যের ভাষা বুঝিনা। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কি ফুটবল দেখ? সে জানায়, ফুটবল তার খুব পছন্দ। তারপর যখন তাকে বলি যে, আমি মেসির দেশ থেকে এসেছি, সে অবাক হয়ে যায়। আমাকে জানায় যে, সে মেসিকে ভালোবাসে। এরপর সে অস্ত্র আমার কাছে দিয়ে শান্তির চিহ্ন দেখাতে বলে ছবি তোলে।

কিন্তু ইস্টার অপহরণ থেকে বেঁচে গেলেও তার পরিবারের অন্যান্য সদস্যদের অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

তাইতো নাতিদের উদ্ধারে মেসির কাছে সাহায্যের আবেদন চেয়ে ইস্টার জানিয়েছেন, আমি এখন প্রত্যাশা করছি, মেসি যেনো এটা দেখে আমার নাতিদের উদ্ধারে সাহায্য করে।

news24bd.tv/SC