রাণীশংকৈলে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

রাণীশংকৈলে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ

রাণীশংকৈলে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

অনলাইন ডেস্ক

বিশ্ব নারী দিবসে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘের রাণীশংকৈল শাখা কমিটির সভাপতি অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা, পৌর মেয়র মোস্তফিজুর রহমান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও শাখার সভাপতি তাপস দেবনাথ, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলী।  

অনুষ্ঠানে কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে কেন্দ্রীয় অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠের রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী।

news24bd.tv/কেআই