সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ 

স্বর্ণ

সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ 

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে নিরাপদ আশ্রয়-খ্যাত ধাতুটির দর। শনিবার (৯ মার্চ) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২১৭০ ডলার ৫৫ সেন্টে।

একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২ হাজার ১৮৫ ডলার ৫০ সেন্টে।  

এর আগে, বিশ্ববাসী স্বর্ণের দাম কখনো এত দেখেননি।

এর আগে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ১৫২ ডলারে, যা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ দাম।

এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।  

সূত্র: রয়টার্স, সিএনবিসি

news24bd.tv/আইএএম