চুয়াডাঙ্গার দুটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দুটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার নবগঠিত শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। দীর্ঘ ১২ বছর পর ভোটগ্রহণ হওয়ায় এ দুটি ইউনিয়নের ভোটারদের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ২৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫৯৪ জন। মহিলা ভোটার ৯ হাজার ৬৯৯ জন।

 

অন্যদিকে মাখালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ৬৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৩ জন। মহিলা ভোটার ৯ হাজার ৫৬৪ জন।

news24bd.tv/কেআই