জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই: রওশন এরশাদ

রওশন এরশাদ

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদের নেতৃত্বে আজ দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, এই সম্মেলন না হলে জাতীয় পার্টি হারিয়ে যেত। জনগণের মাঝে বিশ্বাস তৈরি করতে পেরেছি। এরশাদের জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই।

নেতৃত্ব ধরে রাখার লোভে কেউ আলাদা থাকবেন না।

শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন রওশন এরশাদ।

 

সম্মেলনে যোগ দেন পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, কো চেয়ারম্যান- কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সাইদুর রহমান টেপা, ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরী, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ প্রমুখ। যোগ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক