লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার দাবি হুথিদের

প্রতীকী ছবি

লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার দাবি হুথিদের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ প্রোপেল ফরচুনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এছাড়া একাধিক মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা।

শনিবার (৯ মার্চ) সকালে এক টেলিভিশন ভাষণে এ তথ্য জানান হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারে।

এক ভাষণে ইয়াহিয়া সারে বলেন, ৩৭টি ড্রোন দিয়ে লোহিত সাগর ও এডেন উপ-সাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালানো হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরেই লোহিত সাগরে পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এতে সেখানে প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি এমন ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেন্ট্রাল কমান্ড বলেছে, “রাত ৪টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত এডেন সাগর উপসাগর ও লোহিত সাগরে হুথিদের চালানো ড্রোন হামলার জবাব দেওয়া হয়েছে।

এসব ড্রোন বাণিজ্যিক জাহাজ এবং জোট বাহিনীর জাহাজের জন্য হুমকিস্বরূপ ছিল। ”

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ছয় মাসেরও বেশি সময় ধরে তারা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।

news24bd.tv/DHL