সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সমানে সমান আওয়ামী লীগ-বিএনপি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি সহ ছয়টি পদে বিএনপির জয় হয়েছে।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সমানে সমান আওয়ামী লীগ-বিএনপি

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি সহ ছয়টি পদে বিএনপির জয় হয়েছে। অন্যদিকে সম্পাদক পদসহ আটটি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ। দিনভর নাটকীয়তার পর নির্বাচনের ফলাফলে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।

নির্বাচনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে জয়ী হয়েছেন শাহ মঞ্জুরুল হক।

এছাড়া সমিতির আরও পাঁচটি পদে বিএনপিপন্থীদের এবং সাতটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাতে নির্বাচন পরিচালনা কমিটি এ তথ্য নিশ্চিত করে।

এর আগে শনিবার বিকেল ৩টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোট গণনা শুরু হয়।

আরও পড়ুন: আসল জাতীয় পার্টি আমরাই: মুজিবুল হক চুন্নু

ভোট গণনা ও ফল ঘোষণা উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ব্যাপকসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভাপতি পদে এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর এবং সম্পাদক পদে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক লড়াই করেন।

news24bd.tv/ab