দ্বিতীয়বারের মতো ময়মনসিংহের মেয়র হলেন ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেছেন ঘড়ি প্রতীকের মেয়রপ্রার্থী ইকরামুল হক টিটু।

দ্বিতীয়বারের মতো ময়মনসিংহের মেয়র হলেন ইকরামুল হক টিটু

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেছেন ঘড়ি প্রতীকের মেয়রপ্রার্থী ইকরামুল হক টিটু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন তিনি। শনিবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।

ময়মনসিংহের ১২৮টি কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতি  প্রতীকের সাদেকুল হক খান টজু পান ৩৪ হাজার ৩৯৫ ভোট। ১০ হাজার ৬৪৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম। ১ হাজার ২৭৬ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম । পঞ্চম হয়েছেন হরিণ প্রতীকের প্রার্থী কৃষিবিদ রেজাউল করিম।
তিনি পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট।

আরও পড়ুন: আসল জাতীয় পার্টি আমরাই: মুজিবুল হক চুন্নু

ইকরামুল হক টিটু বর্তমানে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট। ২০১৮ সালে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এবং ২০০৯-২০১৮ সাল পর্যন্ত বিলুপ্ত পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০১৯ সালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হন।

news24bd.tv/ab