মাটন শাহি কোর্মা, দেখে নিন রেসিপি  

সংগৃহীত ছবি

মাটন শাহি কোর্মা, দেখে নিন রেসিপি  

অনলাইন ডেস্ক

খাশির মাংস বা মাটন দিয়ে ঝোল তো অনেক খেয়েছেন। এবার নতুন এক পদ রেঁধে ফেলুন- মাটন শাহি কোর্মা। নিম্নে রইল রেসিপি।

উপকরণ:

খাশির মাংস: ৫০০ গ্রাম

পেঁয়াজ বাটা: ৫ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: আধ কাপ

রসুন বাটা: ২ টেবিল চামচ

আদা বাটা: ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা বাটা: ২ টেবিল চামচ

টমেটো: ১ টি 

টক দই: আধ কাপ

চারমগজ: ২ টেবিল চামচ

পোস্ত: ১ টেবিল চামচ

খোয়া ক্ষীর: আধ কাপ

চিনি: আধ চা চামচ

কাজু: ১০ টা

ফ্রেশ ক্রিম: ২ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

সাদা তেল: ৪-৫ টেবিল চামচ

ঘি: পরিমাণ মতো

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

মিঠা আতর: ২ ফোঁটা

ধনেপাতা কুচি: সাজানোর জন্য

প্রণালী:

লবণ, হলুদ, লঙ্কা বাটা, টক দই, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাল করে পাঁঠার মাংস মাখিয়ে রাখুন।

কাজুবাদাম, চারমগজ ও পোস্ত একসঙ্গে বেটে নিন। এবার কড়াইতে তেল ও ঘি সমপরিমাণে নিয়ে কুচোনো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজ সোনালি হয়ে এলে পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে ভাল করে কষিয়ে নিন। এর মধ্যেই ম্যারিনেট করা মাংস দিয়ে নাড়াচাড়া করুন।
কষতে থাকুন বেশ কিছু ক্ষণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাজুবাদাম-পোস্ত ও চারমগজ বাটা দিয়েদিয়ে ফের কিছু ক্ষণ কষুন। পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিন। গ্যাস কমিয়ে রাখুন এবার। মাঝেমাঝে দেখে নেবেন, পানি শুকিয়ে এল কি না। মাংস সেদ্ধ হয়ে গেলে ফ্রেশ ক্রিম, গরম মশলা গুঁড়ো, খোয়া ক্ষীর, মিঠা আতর আর ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন খাশির মাংসের শাহি কোর্মা বা মাটন শাহি কোর্মা।

news24bd.tv/TR