যুক্তরাজ্য খালিস্তান সমর্থকদের ৩০০ ব্যাংক একাউন্ট জব্দ করেছে 

ভারতীয় সাংবাদিক অমিতাভের টুইটের অংশবিশেষ

যুক্তরাজ্য খালিস্তান সমর্থকদের ৩০০ ব্যাংক একাউন্ট জব্দ করেছে 

অনলাইন ডেস্ক

ভারতের সংবাদ মাধ্যম এলজেবরা জনিয়েছে, যুক্তরাজ্য বিশেষ করে যারা খালিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত এমন সন্দেহজনক ব্যক্তিদের ৩০০টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। বিশেষ করে যারা যুক্তরাজ্যে বসবাস করেন। এছাড়াও তাদের একাউন্ট রয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রে। সেসব একাউন্টের হিসাব চেয়ে তলব করেছে।

 
এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সংবাদ মাধ্যমে বলেছেন, আমরা ভারতের সঙ্গে একযোগে কাজ করছি। যুক্তরাজ্যে খালিস্তানপন্থিদের কোন সুযোগ দেয়া হবে না। সূত্র , দ্য গার্ডিয়ান।  
ভারতীয় সিনিয়র সাংবাদিক অমিতাভ এ নিয়ে এক্সে লিখেছেন।
এই ৩০০টি ব্যাংক একাউন্টে ১০০ কোটির উপরে অর্থ সন্দেজনকভাবে লেনদেন হয়েছে।  
আরো ৫০০০ একাউন্ট পর্যবেক্ষণে রয়েছে বলে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সূত্রের বরাত দিয়েছে সংবাদ মাধ্যমটি।  
সংবাদ মাধ্যমটি জানায় খালিস্তানপন্থিরা যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার অফসোর ব্যাংকিং চ্যানেলে এই সন্দেহজনক লেনদেন করেছে।  
এই একাউন্টগুলোর মধ্যে খালিস্তান নেতা গুরুপত সিং পান্নুর ব্যাংক একাউন্ট রয়েছে।  
পাঞ্জাবের শিখ গোষ্ঠির একাংশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাকরে শিখদের জন্য একটি খালিস্তান রাষ্ট্র গঠন করতে চায়। এ নিয়ে তারা সশস্ত্র সংগ্রাম করে আসছে।

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক