বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে আগামী বাজেট : অর্থমন্ত্রী

ফাইল ছবি

বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে আগামী বাজেট : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী বাজেট বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী। যেখানে মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি ও বেসরকারি খাতের উন্নয়ন।

রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার ও সমকাল আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এসময় আসন্ন বাজেটে বেসরকারি খাতের প্রত্যাশা তুলে ধরেন উদ্যোক্তারা।

তারা বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করা না গেলে শিল্পের সক্ষমতা বাড়ানো যাবে না এতে বাধাগ্রস্ত হবে কর্মসংস্থান। তাই ব্যাংকিং খাতের ওপর  সরকারের অতি নির্ভরশীলতা কমাতে হবে।

ব্যাংকিং খাতে সুশাসন আনতে ইচ্ছাকৃত খেলাপি ও অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করে আইনের আওতায় আনার দাবি জানান উদ্যোক্তারা। রাজস্ব আদায় বাড়াতে করহার কমিয়ে করের আওতা বৃদ্ধির দাবিও উঠে আসে আলোচনায়।

এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আগামী বাজেটে হাইটেক শিল্পের বিকাশে সহায়তা দেয়া হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক