সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার 'টাইমড আউট' উদযাপন, প্রতিক্রিয়া জানালেন শান্ত

সংগৃহীত ছবি

সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার 'টাইমড আউট' উদযাপন, প্রতিক্রিয়া জানালেন শান্ত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। শনিবার (৯ মার্চ) শ্রীলঙ্কার কাছে ২৮ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। সেই হারের পর সিরিজ জয়ের ট্রফি নিয়ে 'টাইমড আউট' সেলিব্রেশন করেন লঙ্কান ক্রিকেটাররা।

ম্যাচ শেষে দুই দলের সম্মেলনে উঠে আসে বিষয়টি।

তবে এই ঘটনা নিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, এখানে আক্রমণাত্মক সমালোচনার কিছু নেই। আমার মনে হয়য়, ওরা 'টাইমড আউট' থেকে এখনো বের হতে পারেনি। আমার মনে হয়েছে আমরা নিয়মের বাইরে তেমন কিছুই করিনি, ওরা একটু বেশি মাতামাতি করছে।

তবে শান্তর প্রতিক্রিয়ার পর শ্রীলঙ্কার সহকারী কোচ নাবিদ নেওয়াজ বলেন, আমার মনে হয়, আমরা ওই ঘটনা থেকে বের হতে পেরেছি।

এগুলো ম্যাচের উত্তেজনার কারণেই হয়েছে। দুই দলেরই এগুলো থেকে বের হয়ে আসা উচিত।

news24bd.tv/SC