পেশাদার সাংবাদিকদের সুরক্ষার জন্য আইনের প্রয়োজন : তথ্য প্রতিমন্ত্রী

ফাইল ছবি

পেশাদার সাংবাদিকদের সুরক্ষার জন্য আইনের প্রয়োজন : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সংবাদমাধ্যমের ভুল তথ্য এবং অপতথ্য বন্ধ করতে ফ্রান্সের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। রোববার দুপুরে সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

প্রতিমন্ত্রী বলেন, ফরাসি সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষকে সচেতন করে ভুল তথ্যের ব্যাপারে। একটি রেগুলেটরি বডির মাধ্যমে বিষয়গুলো দেখভাল করে তারা।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, পেশাদার সাংবাদিকদের সুরক্ষার জন্যে হলেও আইনের প্রয়োজন আছে।

এসময় ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেন, ফ্রান্সের সরকারকেও মিথ্যা তথ্য ও অপতথ্যের মুখোমুখি হতে হয়। তবে সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগের মাধ্যমে তা প্রতিহত করা হয়।

এদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ক্যাবল অপারেটরদের অবরোধের মত কোনো কর্মসূচি দেয়া ঠিক হবে না।

তাদের সাথে আলাপ হয়েছে, আইনের মধ্যে থেকে যা যা করা সম্ভব সরকার তা করবে।

news24bd.tv/FA