নিরাপত্তা হুমকিতে অস্কার অনুষ্ঠান, তৎপর করা হচ্ছে নিরাপত্তাকর্মীদের

অস্কার-২০২৪ উপলক্ষে নিরাপত্তা জোরদার (ছবি: ডেডলাইন)

নিরাপত্তা হুমকিতে অস্কার অনুষ্ঠান, তৎপর করা হচ্ছে নিরাপত্তাকর্মীদের

অনলাইন ডেস্ক

সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী আয়োজন অস্কার। রোববার (১০ মার্চ) ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের এই আসর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবে। কিন্তু এবার আসর নিয়ে দেখা দিয়েছে নানা শঙ্কা। সেখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

কেউ কেউ বলেছেন 'একাডেমি অ্যাওয়ার্ডস বন্ধ করতে চাইছে' একটি গোষ্ঠী। এখানে কিছু দল তৎপর হয়ে ডলবি থিয়েটারের বাইরে।

তারা ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে বিক্ষোভ করতে পারে বলে লস অ্যাঞ্জেলস পুলিশ ধারণা করছে। সে উপলক্ষে রোববার রাতে তারা ওই এলাকাতে উপস্থিতি বাড়াবে।

অস্কার অনুষ্ঠান যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

নিউ ইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে অন্তত একটি দল 'একাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ করতে চায়। ' পুলিশ গোয়েন্দা তথ্য আংশিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগ্রহ থেকে জেনেছে যে, যদি কোনো গোষ্ঠী অবরোধ করার চেষ্টা চালায় বা অন্যান্য ব্যাঘাতমূলক কর্মকাণ্ড করার চেষ্টা চালায় তাহলে তা নস্যাৎ করা হবে।

পুলিশ আরও জানিয়েছে, এটি যে কোনও বিক্ষোভ বা উস্কানির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। কিন্তু প্রতিবাদকারীদের আইন ভঙ্গ করতে কোনোভাবেই সুযোগ দেয়া হবেনা। পাশাপাশি অস্কার অনুষ্ঠানে আগত অতিথিরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিরাপত্তাকর্মীরা পূর্ণ সচেষ্ট থাকবে।

আরও পড়ুন: এবার মিস ওয়ার্ল্ড মুকুট জিতলেন চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা

উল্লেখ্য, অস্কার অনুষ্ঠান-২০২৪ কে ঘিরে প্রায় ২ হাজার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োজিত করা হয়েছে।

news24bd.tv/SC