যুদ্ধাবস্থার মধ্যেই রমজানের প্রস্তুতি নিচ্ছেন ফিলিস্তিনিরা

সংগৃহীত ছবি

যুদ্ধাবস্থার মধ্যেই রমজানের প্রস্তুতি নিচ্ছেন ফিলিস্তিনিরা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই বহু শঙ্কা মাথায় নিয়ে পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিচ্ছেন ফিলিস্তিনিরা। একদিকে দুর্ভিক্ষের ঝুঁকি অন্যদিকে যুদ্ধাবস্থা, এই দুই চরম বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে ফিলিস্তিনিদের।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম ওল্ড সিটির সরু রাস্তার চারপাশে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদটি এখানে অবস্থিত।

এই মসজিদে প্রতিদিন প্রায় কয়েক হাজার উপাসক জড়ো হন।

একইসাথে এটি ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র এলাকা হিসেবে পরিচিত। ২০২১ সালে ইসরায়েল এবং হামাসের মধ্যে আক-আকসা ঘিরে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধে। সেই ১০ দিনের যুদ্ধের ভয়াবহতা যদিও গাজায় চলমান ৬ মাস যুদ্ধের কাছে কিছুই না।

গত বছর রমজানে মসজিদ প্রাঙ্গণে পুলিশ প্রবেশ করার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই ঘটনায় আরব লিগের পাশাপাশি সৌদি আরবও নিন্দা জানায়।

news24bd.tv/SC