আমিরাতেও চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা

আমিরাতেও চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হতে যাচ্ছে। আজ এশার পর তারাবিহের নামাজ আদায় করবে আরব আমিরাতের ধর্মপ্রাণ মুসুল্লিরা। আর ভোর রাতে প্রথম সেহরি খাবে।

আজ রোববার (১০ মার্চ) আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি এই ঘোষণা।

সংযুক্ত আরব আমিরাতের কয়েক মিনিট আগে রোজার তারিখ ঘোষণা করে সৌদি আরব। দেশটিতে সোমবার (১১ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান। সৌদি ও আমিরাত পাশাপাশি দেশ হওয়ায় প্রায় একই সময়ে চাঁদ দেখা গেছে।

সেই হিসেবে এই তিন দেশে রোববার (১০ মার্চ) রাতেই তারাবি নামাজ পড়া হবে। এরপর সোমবার ভোরে সেহরি খেয়ে প্রথম সাওম শুরু করবেন দেশ তিনটির মুসলিমরা।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চাঁদ দেখার পর সৌদি চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। সৌদি সুপ্রিম কোর্টের মতে, রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। যার মধ্যদিয়ে শাবান মাস শেষ হলো। শুরু হলো মাহে রমজান।

news24bd.tv/SHS  

এই রকম আরও টপিক