প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক  

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শোকবার্তায় তিনি বলেন, ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারালো।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশে সাংবাদিকতায় ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ইহসানুল করিম হেলাল রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার রাত ৮টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমেরর প্রথম নামাজে জানাজা সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় এলেন বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এবং তৃতীয় জানাজা বনানী কবরস্থানে বাদ জোহর অনুষ্ঠিত হবে।

এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে রাজধানীর আরও বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/আইএএম