পাবনাতেই হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : প্রধানমন্ত্রী

পাবনাতেই হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণাঞ্চলে নয়, পাবনাতেই দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা ও গবেষণা খাতে বিশেষ গুরুত্ব দেয়ার কথাও জানান তিনি।

সোমবার (১১ মার্চ) শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, গবেষণা ছাড়া উৎকর্ষ লাভ করা যায় না।

তাই গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করছে সরকার।

কৃষিতে গবেষণার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলার মাটি হলো সোনা। এখানে যা ফলানোর ইচ্ছা তাই ফলানো যায়। এখানকার মাটিতে টিউলিপও জন্ম নেয়।

তাই আমাদের কৃষির ওপর গুরুত্ব দিতে হবে।

শেখ হাসিনা বলেন, গবেষণায় আমাদের আরও উন্নতি করতে হবে। গবেষণা থেকে যেটা উদ্ভাবন হবে সেটা জনকল্যাণেই ব্যবহৃত হবে। কারণ গবেষণায় যে খরচ হয় সেটা জনগণেরই দেয়া।

news24bd.tv/FA