অস্কার কাঁপালো 'ওপেনহেইমার'

অস্কার কাঁপালো 'ওপেনহেইমার'

অনলাইন ডেস্ক

এবার শুধুই 'ওপেনহেইমার' এর জয়জয়কার। ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারে ৭টি অস্কার জিতে নিলো ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস 'ওপেনহেইমার' ছবি। সিলিয়ান মারফি-অভিনীত এই বায়োপিক দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি অস্কার মঞ্চও কাঁপিয়ে দিল।

এবারের অস্কারে ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকসহ ১৩টি মনোনয়ন পেয়ে শীর্ষে ছিল।

অস্কার জিতে শেষ পর্যন্ত বাজিমাত করলো ক্রিস্টোফার নোলান!

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কিলিয়ান মার্ফি।

আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটির জন্য প্রশংসা কুড়িয়েছেন কিলিয়ান মার্ফি। অস্কারের আগে চলতি বছরের অন্যান্য পুরস্কার আসরেও বাজিমাত করেছেন তিনি। শেষ পর্যন্ত জিতলেন অস্কারও।

৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসে  'ওপেনহেইমার' সেরা ছবি, সেরা পরিচালক (ক্রিস্টোফার নোলান), সেরা পার্শ্ব অভিনেতা (রবার্ট ডাউনি জুনিয়র) এবং সেরা অভিনেতা (সিলিয়ান মারফি) সহ মোট ৭টি পুরস্কার জিতেছে। রবার্ট ডাউনি জুনিয়র, পারমাণবিক শক্তি কমিশনের প্রধান লুইস স্ট্রস চরিত্রে অভিনয় করেছিলেন।  সেরা পার্শ্ব অভিনেতা সেগমেন্টে জেতেন তিনি। এটিই রবার্ট ডাউনি জুনিয়রের কেরিয়ারের প্রথম অস্কার।

'ওপেনহেইমার' সেরা ফিল্ম এডিটিং, সেরা সাউন্ড, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা অরিজিনাল স্কোর সেগমেন্টেও জিতেছে।

তবে 'ওপেনহেইমারের এই সাফল্যে তেমন কোনও আশ্চর্যের বিষয় নয়। বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেই  'ওপেনহেইমার' পরপর প্রচুর স্বীকৃতি পেয়েছে। বাফটাতে সেরা ছবির পুরস্কার জিতেছিল এটি। এর পাশাপাশি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস এবং গোল্ডেন গ্লোবসেও নোলানের ছবিই সেরার পুরস্কার পায়। নমিনেশনের সময় থেকেই তাই 'ওপেনহেইমারের সাফল্য নিয়ে নিশ্চিত ছিলেন সিনেমা অনুরাগীরা।

আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এমা স্টোন। এটি এমা স্টোনের দ্বিতীয় অস্কার।  এর আগে লা লা ল্যান্ডের জন্য জিতেছিলেন।

এক নজরে দেখে নিন ৯৬তম অস্কার পুরস্কার জিতলেন যারা- 

সেরা ছবি- ওপেনহাইমার

সেরা অভিনেতা- সিলিয়ান মারফি (ওপেনহেইমার)

সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)

সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী- ডা'ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

 অ্যাডাপটেড স্ক্রিনপ্লে- আমেরিকান ফিকশন

অরিজিনাল স্ক্রিনপ্লে- অ্যানাটমি অফ আ ফল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহেইমার

বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুয়োর থিংস

সেরা কস্টিউম- পুয়োর থিংস

আরও পড়ুন: ৯৬তম অস্কার পুরস্কার জিতলেন যারা

সেরা ভিজ্যুয়াল এফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং-  ওপেনহেইমার

news24bd.tv/TR