চীনের হাত ধরে চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি বসাবে রাশিয়া!

চীনসহ বড় শক্তির দেশগুলো চাঁদে নিজেদের অবস্থান জানাচ্ছে। ছবি: সংগৃহীত

চীনের হাত ধরে চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি বসাবে রাশিয়া!

অনলাইন ডেস্ক

চাঁদের বুকে পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য কাজ করছে দুই মহাশক্তিধর দেশ রাশিয়া ও চীন। লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে চাঁদে মানুষবিহীন পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে তারা। প্রস্তাবিত পারমাণবিক চুল্লি কোনো ধরনের মানব সহায়তা ছাড়াই কাজ করবে।

চাঁদে থাকা রাশিয়া ও চীনের ঘাঁটিতে শক্তি সরবরাহ করতে কাজ করবে পারমাণবিক চুল্লি।

রাশিয়া ও চীন যৌথভাবে কাজ করবে চুল্লি তৈরির জন্য। ২০২১ সালে রুশ মহাকাশ গবেষণা সংস্থা—রোসকসমস ও চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন—সিএনএসএ চাঁদে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে একটি ঘাঁটি তৈরির কথা জানায়।

ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আইএলআরএস নামের সেই কাজে অন্য আগ্রহী দেশের জন্য সুযোগ উন্মুক্ত রাখা হয়। আন্তর্জাতিক অংশীদারত্বের ভিত্তিতে চুল্লি নির্মাণে কাজ করা হচ্ছে।

২০২৩ সালে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা একটি পারমাণবিক চুল্লির নকশা প্রকাশ করেছিলেন। সেই চুল্লি ক্ষুদ্র জ্বালানির ব্যাটারির মাধ্যমে চলতে পারে। এক দশক ধরে রাশিয়া, চীনসহ বড় শক্তির দেশগুলো চাঁদে নিজেদের অবস্থান জানাচ্ছে।

news24bd.tv/DHL