এবারও ইফতার পার্টি করবে না আওয়ামী লীগ : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

এবারও ইফতার পার্টি করবে না আওয়ামী লীগ : কাদের

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ নেই এমন অপপ্রচারের কোনো বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংকটে শেখ হাসিনাই সঠিক নেতৃত্ব দিচ্ছেন, যা বিশ্বের অনেক দেশের নেতারাই প্রশংসা করেছেন।

সোমবার (১১ মার্চ) গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় রাখা বক্তব্যে এসব বলেন কাদের।  সভার শুরুতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় তিনি আরও বলেন, স্থানীয় সরকারের ২৩৩টি নির্বাচন নিয়ে অনেক অপপ্রচার হলেও ভোটার উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।

কাদের বলেন, আওয়ামী লীগ বিদেশিদের সাথে বন্ধুত্ব করে; কারো আদেশ নির্দেশ নিয়ে রাজনীতি করে না। যারা সন্ত্রাস ও অপকর্ম করে তারাই শাস্তি পাচ্ছে, কোনো নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেয়া হয় না।

ওবায়দুল কাদের আরও বলেন, মিস্টার টেন পারসেন্ট দুর্নীতির বরপুত্র তারেক জিয়াকে দেশের মানুষ নেতা হিসেবে মেনে নিবে না।

তারেক যতদিন বিএনপির নেতা থাকবে ততদিন দলটি আরও বিচ্ছিন্ন হয়ে যাবে।

সুপ্রিম কোর্টের নির্বাচনের নিয়ম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারি দলের ছোট কেউ অপকর্ম করলেও তাকে ছাড় দেওয়া হবে না।

সেতুমন্ত্রী বলেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার কোনো ইফতার পার্টি হবে না। এর পরিবর্তে দলের পক্ষ থেকে দুঃস্থ অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। দ্রব্যমূল্য নিয়ে সরকার সতর্ক ও তৎপর আছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক