অস্কার: সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন এমা

অস্কার: সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন এমা

অনলাইন ডেস্ক

৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন এমা স্টোন। হলিউড সিনেমা ‘পুওর থিংস’ এ অভিনয়ের জন্য এই পুরস্কার জেতেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার ভোর থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে গত বছরের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন ক্রিস্টোফার নোলান।

একই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান কিলিয়ান মার্ফি।

‘পুওর থিংস’ গত বছরের ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকেরা প্রশংসা করেছেন। পরে তো ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ উৎসবে সেরা সিনেমার পুরস্কারও জিতে নেয়। এবার অস্কারে সিনেমাটি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেয়।

আরও পড়ুন: অস্কার কাঁপালো 'ওপেনহেইমার'!

সিনেমাটির প্রেক্ষাপট ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতা। ছবির গল্প বেলা ব্যাক্সটার নামে এক তরুণীর। খ্যাপাটে এক বিজ্ঞানীর মাধ্যমে নতুন জীবন পায় সে, এরপর শুরু হয় এক ব্যতিক্রমী যাত্রা।

আরও পড়ুন: ৯৬তম অস্কার পুরস্কার জিতলেন যারা

ভেনিসে প্রিমিয়ার ও প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় আসে সিনেমাটিতে থাকা কিছু খোলামেলা দৃশ্য। এমা স্টোনের মতো হলিউডের প্রথম সারির তারকার পর্দায় এসব দৃশ্যে অভিনয় চমকে দিয়েছে খোদ সমালোচকদেরও।

news24bd.tv/TR