ইলেক‌ট্রিক শক দি‌য়ে বি‌শেষ কায়দায় মাছ আহরণ, আটক ৮

ইলেক‌ট্রিক শক দি‌য়ে মাছ ধরার অভিযো‌গে ৮ ব‌্যক্তি‌কে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম‌্যমান আদালত।

ইলেক‌ট্রিক শক দি‌য়ে বি‌শেষ কায়দায় মাছ আহরণ, আটক ৮

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপ‌জেলার নিজড়া এলাকার বসারত খালে মাছ ধরার সময় রোববার (১০ মার্চ) রা‌তে ইলেক‌ট্রিক শক দি‌য়ে বি‌শেষ কায়দায় মাছ ধরার অভিযো‌গে ৮ ব‌্যক্তি‌কে আটক ক‌রে‌ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম‌্যমান আদালত।  

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মোহসীন উদ্দিন এসব ব্যক্তিকে সদর উপজেলার নিজড়া এলাকার বসারত খালে মাছ ধরার সময় ব্যবহৃত শক লাইটের নানা সরঞ্জাম ও চায়না জালসহ ৮ ব্যক্তিকে আটক করে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়। সোমবার তাদেরকে পুলিশ জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার নজড়া গ্রামের আহাদ আলী খানের ছেলে লিংকন খান (৩২), হান্নু মোল্লার ছেলে হাবিল মোল্লা (২৭), সিদ্দিক মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৮), শ্মশান বিশ্বাসের ছেলে সুভাস বিশ্বাস (৩২), রাউত খামার গ্রামের বিমল ভৌমিকের ছেলে চন্দন ভৌমিক (৩৩), মানিকহার গ্রামের শান্তি হাজরার ছেলে তারক হাজরা (৫০), কাশিয়ানী উপজেলার বিদ্বেধর গ্রামের জামাল জমাদ্দারের ছেলে নূর জমাদ্দার (৩৫) এবং অপর ভাই রানা জমাদ্দার (২৮)। এদের মধ্যে প্রথম ৭জনকে ১৫ দিন করে এবং শেষ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, চীনের প্রযুক্তি ব্যবহার করে জেলার বিভিন্ন বিল বাওড়ে পানির মধ্যে ইলেকট্রিক শক দিয়ে পানিকে বিদ্যুতায়িত করে এক শ্রেনীর মৎস্য শিকারীরা। এতে একটা নির্দিষ্ট এলাকার পানি বিদ্যুতায়িত হয়ে ওই এলাকার মাছ কিছু সময়ের জন্য অচেতন হয়ে পানিতে ভেসে ওঠে।

তখন মৎস্য শিকারীরা ওইসব মাছ ধরে ফেলে। এতে বড় মাছের পাশাপাশি ছোট মাছ মরে ভেসে ওঠে। এভাবে এলাকার নদী ও খাল বিলের মাছ ধ্বংস করছে তারা।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মোহসীন উদ্দিন জানান, বিভিন্ন খালে বিলে ও বাওড়ে বিদ্যুতের শক দিয়ে বিশেষ কায়দায় ছোট-বড় মাছ শিকার করে এলাকার মৎস্য সম্পদ ধ্বংস করে আসছে একদল মৎস্য শিকারী। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নিজড়া এলাকায় বসারতের খালে মাছ শিকারের সময় ৮ জন মৎস্য শিকারীকে আটক করে ৭ জনকে ১৫ দিন এবং একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

news24bd.tv/DHL