আল কায়েদার শীর্ষ নেতার মৃত্যু

আল কায়েদা আরব শাখার শীর্ষ নেতা খালিদ বাতারফি মারা গেছেন।

আল কায়েদার শীর্ষ নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

আল কায়েদা আরব শাখার শীর্ষ নেতা খালিদ বাতারফি মারা গেছেন। তার জায়গায় আতেফ আল আওলাকিকে স্থলাভিষিক্ত করা হয়েছে বলে জানিয়েছে সাইট ইনটেলিজেন্স গ্রুপ। খবর আল জাজিরার।

আল কায়েদা আরব শাখার একজন সদস্যের বরাত দিয়ে রোববার (১০ মার্চ) রাতে সাইট ইনটেলিজেন্স গ্রুপ জানায়, শেষ মুহূর্ত পর্যন্ত বাতারফি অবিচল ছিলেন।

তিনি অন্তরীণ হয়েছেন, হিজরত করেছেন, জিহাদ চালিয়ে গেছেন। অবশেষে আল্লাহ তাকে নিয়ে গেছেন।

১৫ মিনিটের একটি ভিডিওতে বাতারফিকে সাদা কাফন ও আল কায়েদার কালো পতাকায় মোড়ানো অবস্থায় দেখা গেছে।

আরও পড়ুন: হুথির ড্রোন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্সের যৌথবাহিনী

চল্লিশের কোঠায় থাকা বাতারফি সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন।

তার পূর্বসূরী কাসিম আল রিমিকে ডোনাল্ড ট্রাম্পের সরকার ইয়েমেনে পরিচালিত এক সন্ত্রাসবিরোধী হামলায় হত্যা করার পর বাতারফিকে ২০২০ সালের শেষদিকে আল কায়েদার আরব শাখার প্রধান ঘোষণা করা হয়।

২০১৫ সালে আল কায়েদা আরব শাখা কর্তৃক ইয়েমেনের বন্দর নগরী মুকাল্লা দখল করার পর কারাগারে থাকা ১৫০ জন আল কায়েদা সদস্যের সাথে বাতারফিও মুক্তি পান।

আল কায়েদা আরব শাখার নতুন প্রধান আওলাকিকে ধরিয়ে দিতে পারলে ৬ মিলিয়ন ডলার পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

news24bd.tv/ab