বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ২৬ জন নিহত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে হঠাৎ বন্যা এবং ভূমিধসে ২৬ জন নিহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন।

বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ২৬ জন নিহত

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে হঠাৎ বন্যা এবং ভূমিধসে ২৬ জন নিহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই দূর্যোগে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বন্যায় পশ্চিম সুমাত্রার নয়টি জেলা এবং শহর নিমজ্জিত হয়েছে।

শুক্রবার এক বিরাট ভূমিধসের ফলে পেসিসির সেলাতান জেলায় একটি নদীর স্রোত উপচে পড়ে তীরবর্তী গ্রামগুলোকে ডুবিয়ে দিয়েছে।

আরও পড়ুন: আল কায়েদার শীর্ষ নেতার মৃত্যু

সোমবার (১১ মার্চ) ইন্দোনেশিয়ার জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ক্ষতিগ্রস্থ সেতু এবং কাদায় রাস্তাঘাট আটকে যাওয়ার ফলে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি জানান, ভূমিধসের ফলে ১৪টি বাড়ি ধ্বংস হয়েছে এবং এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। পশ্চিম সুমাত্রায় বন্যার পানিতে ৩৭ হাজার বাড়ি তলিয়ে গেছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক